হোম আন্তর্জাতিক পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং

পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে ৭-১০ মে সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রেমলিনের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, চীনা নেতা মহান দেশপ্রেমিক যুদ্ধে (দ্বিতীয় বিশ্বযুদ্ধে) বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন।

ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, সফরকালে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক আলোচনায় রাশিয়া-চীন সম্পর্কের আরও অগ্রগতির মূল দিকগুলোর ওপর আলোকপাত করা হবে। এর মধ্যে রয়েছে ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা, সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

এছাড়া দুই নেতা বেশ কয়েকটি আন্তঃসরকারি এবং আন্তঃবিভাগীয় নথিতে সই করবেন বলেও ক্রেমলিন জানিয়েছে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, চীনা রাষ্ট্রপতি ৯ মে মস্কোতে মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন