হোম অন্যান্যসারাদেশ আশাশুনিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আশাশুনিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

কর্তৃক
০ মন্তব্য 160 ভিউজ

আশাশুনি প্রতিনিধি:

আশাশুনিতে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা’২০ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শোভনালীতে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও কোভিট-১৯ উপলক্ষ্যে ৫টি বিষয়ে লিখিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কোভিট-১৯ এর কারণে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় প্রাথমিক, মাধ্যমিক ও কলেজ শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানচর্চা উৎসাহ সৃষ্ঠি এবং তাদের মাঝে বিজ্ঞানকে জনপ্রিয় করা ও মানসিক বিকাশ অব্যাহত রাখার লক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগিতায় এবং মৌমাছি বিজ্ঞান ক্লাবের যৌথ উদ্যোগে প্রতিযোগিতায় ৪৪ জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

মৌমাছি’র সভাপতি মানিক চন্দ্র বাছাড়ের সভাপতিত্বে প্রতিযোগিতা পরিচালনা করেন মৌমাছির নির্বাহী পরিচালক সুশান্ত মল্লিক। উল্লেখ্য, আগামী ১২ আগষ্ট মৌমাছি’র ফেসবুক পেজ ও বিজয়ীদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে কুইজের ফলাফল ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সূত্রে জানাগেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন