হোম খুলনা পাইকগাছায় বসত বাড়ীর সিড়ি ঘর ভাংচুর

পাইকগাছায় বসত বাড়ীর সিড়ি ঘর ভাংচুর

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :
খুলনার পাইকগাছায় আনোয়ার গাজী নামে এক ব্যক্তির ছাদে উঠার সিড়ি ঘরের দেয়াল ভাংচুর করেছে প্রতিপক্ষ চাচাত ভাইয়েরা। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।
শুক্রবার দুপুরে আনোয়ার বাড়ীতে না থাকার সুযোগে এঘটনা ঘটায় কমলাপুর  গ্রামের ইবাদুল গাজীর ছেলে নাজমুস সাকিব, বখতিয়ার রহমানের ছেলে মোহাম্মাদুল্লাহ ও আহাসান উল্লাহর ছেলে আছাবুর রহমান। এদের নামে একই এলাকার আনোয়ার হোসেন বাদী হয়ে থানায় অভিযোগ করেছেন।
অভিযোগে জানাযায়, পক্ষ ও প্রতিপক্ষরা দুর সম্পর্কীয় একই গোষ্ঠীর লোক। পৈত্রিক সুত্রে প্রাপ্ত উপজেলার কমলাপুর মৌজায় ৭ শতক জমির মধ্যে সাড়ে ৪ শতক জমির উপর দুটি কক্ষ ও একটি সিড়ি ঘর তৈরী করে বসবাস করছেন আনোয়ার হোসেন। পরিবারের সদস্য বলতে সে একা। তিনি একজন পল্লী পশু চিকিৎসক।  ঘটনার দিন তিনি  গরু চিকিৎসার জন্য পাশ্ববর্তী ইউনিয়ন গড়ইখালীতে যান। এসুযোগে কোন কারণ ছাড়াই উক্ত ব্যক্তিরা সিড়ি ঘরের দেয়াল ভেঙ্গে দেয়। ঘিরে দেয় বাড়ী সামনের জায়গা। এবিষয়ে প্রতিপক্ষ বখতিয়ার রহমান জানান, আমাদের জমিতে তার সিড়ি ঘর। তবে ছেলেরা ওটা ভাংচুর করে অন্যায় করেছে।
থানা অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করার জন্য এএসআই গোপাল চন্দ্রকে দায়িত্ব দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন