নিজস্ব প্রতিনিধি:
সরকারি কাজে বাধা দেওয়া ও প্রকৌশলীকে মারপিটের অভিযোগে দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে ১০ দিনের কারাদ্বন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ অভ্যন্তরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল এ সাজা প্রদান করেন।
অভিযুক্ত রোকনুজ্জামান টিপু (৪০) বাগেরহাট জেলার মোল্লারহাট থানার মৃত আইয়ুব আলীর ছেলে। বর্তমানে তিনি তালা সদরের মহল্লাপাড়ার বাসিন্দা এবং জাতীয় দৈনিক কালের কন্ঠের তালা উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্বপালন করছেন।
জানা যায়, তালা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন তৈরীর কাজে অনিয়ম দূর্ণীতির তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক টিপু। এসময় তালা উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী এম.এম মামুন আলম তথ্য দিতে অস্বীকার করায় ওই সাংবাদিকের সাথে তার কথাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। বিষয়টি উভয় পক্ষ তালা উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি সরেজমিনে উপস্থিত শ্রমিকসহ স্থানীয়দের স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় প্রদান করেন।
উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম জানান, তিনি উপজেলা কমপ্লেক্স ভবণের কাজ তদারকির সময় সাংবাদিক টিপু সুলতান কোনো কিছু বুঝে উঠার আগেই আমার মুখে ঘুষি মারে। বিষয়টি আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি সরজমিনে এসে উপস্থিত সকলের স্বাক্ষ্য গ্রহণ শেষে সাংবাদিক টিপু সুলতানকে ১০ দিনের সাজা প্রদান করেন।
সাংবাদিক টিপু সুলতান জানান, কাজের মান খারাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে আমি সেখানে তথ্য সংগ্রহ করতে যাই। এসময় উপ-সহকারী প্রকৌশলী এমএম মামুন আলম আমাকে কোনো প্রকার সহযোগিতা না করে তার কাছে থাকা ছাতা দিয়ে আমাকে মারতে শুরু করেন। আমি তাকে প্রতিরোধ করতে গেলে হাতাহাতির ঘটনা ঘটে।
তালা উপজেলা প্রকৌশলী রথিন্দ্রনাথ হালদার জানান, এসময় আমি অফিসের কাজে বাইরে ছিলাম। অফিসে ফিরে শুনি আমার অফিসের উপ-সহকারী প্রকৌশলীকে মারপিট করা হয়েছে।
তালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ মোঃ রাসেল জানান, একজন সাংবাদিক কর্তৃক আমার একজন কর্মকর্তাকে মারধর করা হয়েছে এমন খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে উপস্থিত শ্রমিকদের স্বাক্ষ্য গ্রহণ শেষে ঘটনা সত্যতা প্রমাণিত হওয়ায় তাকে ১৭৬ ধারায় ১০ দিনের সাজা ও দুই’শ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
এদিকে, উপজেলায় কর্মরত সকল সাংবাদিকরা এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।