বিনোদন ডেস্ক:
সদ্যই মাকে হারিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এই কয়দিনে নিজেকে সামলে নিয়েছেন অভিনেত্রী। ইস্টার উদযাপন করতে সোমবার (২১ এপ্রিল) ধনকুবের ইলন মাস্কের মা মে মাস্কের সঙ্গে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে দেখা গেল মাতৃহারা জ্যাকুলিনকে।
প্রতি বছর নায়িকা তার পরিবারের সঙ্গে গির্জায় গিয়ে ইস্টার পালন করেন। তবে ছন্দপতন হল এবার। গত ৫ এপ্রিল মারা গিয়েছেন অভিনেত্রীর মা কিম ফার্নান্দেজ। তাই এই বছর ইস্টার সানডেতে কাছের বন্ধু মে মাস্কের সঙ্গে জ্যাকুলিন গেলেন সিদ্ধিবিনায়ক দর্শনে। পেশায় পুষ্টিবিদ তথা বিখ্যাত সুপার মডেল ৭৭ বছরের মে মাস্ক এবং জ্যাকুলিন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। টেসলাকর্তা ইলন মাস্কের মা এই মুহূর্তে রয়েছেন ভারতে।
মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে মে মাস্কের সঙ্গে জ্যাকুলিন ফার্নান্দেজ। ছবি: এক্স থেকে
ভারতের সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিয়েছেন দু’জনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি থেকে দেখা যায়, ইলনের মা পরেছিলেন সাদা রঙের কুর্তা, প্রায় একই রঙের চুড়িদার পরেছিলেন জ্যাকুলিনও।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ইলনের মা মে তার ‘এ ওম্যান মেকস এ প্ল্যান’ বইটি প্রচারের জন্যে ভারতে এসেছেন।
ইলনের মায়ের সঙ্গে পূজা দিয়ে জ্যাকুলিন বলেন, ‘তার সঙ্গে মন্দিরে পূজা দেওয়ার অভিজ্ঞতা খুবই সুন্দর। মে নিজের বইপ্রকাশ অনুষ্ঠানে ভারতে এসেছেন।’
অভিনেত্রীর কথায়, ‘তিনি এমন এক নারী যাকে নমনীয়তার প্রতীক বলা যায়। আমাকে অনেক কিছু শিখিয়েছে তার ব্যবহার। তাকে দেখে মনে হয়েছে বয়স কেবল একটি সংখ্যামাত্র। বয়স কখনও কারও স্বপ্ন এবং লক্ষ্য নির্ধারণ করতে পারে না।’
প্রসঙ্গত, চলতি বছর জ্যাকলিনের চর্চিত প্রেমিক সুকেশ চন্দ্রশেখর পৃথিবীর অন্যতম ধনী ইলনের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। এই সময় সুকেশ কারাগারে রয়েছে। সেখান থেকেই ইলন মাস্কের সংস্থা ‘এক্স’-এ ১ বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এরপর আরও ১ বিলিয়ন ডলার তিনি আগামী বছর বিনিয়োগ করতে চান।