নিজস্ব প্রতিনিধি:
সাতক্ষীরায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের উদ্যোগে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলার পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ গ্রামে বসবাসকারী গবীর, দুঃস্থ এবং অসহায় জনসাধারণকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় হাড়দ্দহ গ্রামের ১১৮ জন বিভিন্ন বয়সী নারী, শিশু ও পুরুষ যারা বিভিন্ন রোগে আক্রান্ত তাদের চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। তাদের মধ্যে পুরুষ ১৬ জন, মহিলা ৬৬ এবং শিশু রোগী ৩৬ জন চিকিৎসকের পরামর্শ নেন এবং সেই অনুযায়ী ঔষধ গ্রহণ করেন।
সাতক্ষীরাস্থ ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি শুধুমাত্র সিমান্ত পাহারা দেয়, সেটি নয়। আমরা মানবতার সেবায়ও অঙ্গীকারবদ্ধ। সে লক্ষ্যে পদ্মশাখরা সীমান্তের হাড়দ্দাহ এলাকায় জনসাধারণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। আগামীতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।