হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ 

সাতক্ষীরার সীমান্ত থেকে প্রায় ১১ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ 

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ
নিজস্ব  প্রতিনিধি:
সাতক্ষীরার বিভিন্ন সীমান্তে বিজিবির চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা নেশা জাতীয় ট্যাবলেট, শাড়ি, থ্রিপিচ ও বোরকাসহ বিপুল পরিমাণ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, ঘোনা, বৈকারী, কালিয়ানী, ঝাউডাঙ্গা ও কাকডাঙ্গা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে রবিবার এসব মালামাল জব্দ করা হয়। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ১১ লাখ টাকা। তবে, বিজিবি এসময় কোন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে ১০০ পিস ভারতীয় সিলডেনাফিল (নেশাজাতীয়) ট্যাবলেট, ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষীদাড়ি নামক স্থান হতে ২৪ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল ঘোনা পোস্ট নামক স্থান হতে এবং কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল খৈতলা নামক স্থান হতে ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প এর বিশেষ আভিযানিক দল চেকপোস্ট এলাকা থেকে ৬ লাখ ৩০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ঔষধ জব্দ করেন।
এছাড়া কলারোয়া উপজেলার কাকাডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কেড়াগাছি নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কাদপুর নামক স্থান হতে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয় বোরকা ও ভাদিয়ালী নামক স্থান হতে ১ হাজার পিস ভারতীয় কাটাগ্রা (নেশাজাতীয়) ট্যাবলেট জব্দ করেন। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ১০ লক্ষ ৫০ হাজার ৬০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করতে সক্ষম হননি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা রাখা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন