হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

মোল্লাহাটে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ  ১৪৩২ উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছরকে বরণ করে নেয়া হয়েছে। বর্ষবরণ উপলক্ষে ১৪ এপ্রিল সোমবার সকাল ৮ টায় উপজেলা প্রসাশনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা চত্তর থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে এসে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষক-শিক্ষার্থীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
পহেলা বৈশাখ উপলক্ষ্যে বর্ষবরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী বলেন, পহেলা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সার্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সঙ্গে বাংলা নববর্ষ ওৎপ্রতভাবে জড়িত।
তিনি আরও বলেন,বাঙালী আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এ বছর মোল্লাহাটবাসী স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দঘন পরিবেশে উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে সবাইকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। তিনি শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ধন্যবাদ জানান এবং বৈষম্যহীন, সাম্য ও সম্প্রীতির অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত ক

সম্পর্কিত পোস্ট

মতামত দিন