মাগুরা অফিস :
মাগুরায় মা, ছেলেসহ তিন ইয়াবা কারবারীকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। শনিবার দুপুরে মাগুরা পুরাতন বাজার চালের আড়ৎ এলাকার থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১০১ পিচ ইয়াবা জব্দ করে।
গ্রেফতারকৃত হলেন সদরের আঠারোখাদা এলাকার মৃত নূর ইসলামের স্ত্রী লাকি বেগম (৪০), ছেলে রমি হোসেন (১৪) ও পৌরসভার বাটিকাঙ্গা এলাকার মিঠু কর্মকার ৩৩)।
মাগুরা সদর থানার ওসি তদন্ত মোহাম্মদ সাইদুর রহমান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন পয়েন্টে ইয়াবা বিক্রি করে আসছিলেন। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা পুরাতন বাজার চালের আড়ৎ এলাকার থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ১০১ পিচ ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মাদক আইনে মামলা হয়েছে।