হোম খুলনাযশোর মশিয়াহাটী ডিগ্রি কলেজের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন

মশিয়াহাটী ডিগ্রি কলেজের নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

বুধবার সকাল ১০ টায় যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মশিয়াহাটী ডিগ্রি কলেজের শহীদ মিনার এর শুভ উদ্বোধন ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে নব নির্মিত শহীদ মিনারের শুভ উদ্বোধন করেন মশিয়াহাটী ডিগ্রি কলেজের সভাপতি ও মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নাজমুল হক লিটন, মশিয়াহাটী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপ্লব কুমার বিশ্বাস, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হামিদুল ইসলাম, কুলটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখর চন্দ্র রায়, মশিয়াহাটী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মনিশান্ত মন্ডল, সাবেক ভাইস প্রিন্সিপাল ফিরোজ উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, বাবু সঞ্জিত মন্ডল, অভিজিৎ মন্ডল প্রমুখ। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন অধ্যাপক অসীম কুমার মন্ডল ও কনার মন্ডল। অপরদিকে নীলমনি বৈরাগী ও ফুলমতি বৈরাগী নামক স্থানীয় বৃত্তি প্রকল্প থেকে মশিয়াহাটী ডিগ্রি কলেজের আটজন মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান পূর্বক নগদ অর্থ সহায়তা করেন। উক্ত অনুষ্ঠান শেষে কুলটিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন প্রধান অতিথি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন