মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
দেশব্যাপী চলমান বিএনপি’র দলীয় কাউন্সিলকে ঘিরে সারাদেশে সহিংসতা, হত্যার ঘটনায় বাগেরহাট জেলা বিএনপি’র নির্দেশনা অমান্য করে মোল্লাহাটের কোদালিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল করার প্রতিবাদে উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সংবাদ করা হয়েছে। বুধবার (১৯ মার্চ) দুপুর আড়াইটায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সংবাদ সম্মেলনে জানান, সারাদেশে বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনা মত অনুষ্ঠিত কাউন্সিল নিয়ে বাগেরহাট জেলার ৩ উপজেলায় এ পর্যন্ত কয়েকটি হত্যাকাণ্ড ও শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির মৌখিক আদেশে উপজেলার ৬ নং কোদালিয়া ইউনিয়ন বিএনপির কাউন্সিল স্থগিত করা হয়। তবে জেলার এই আদেশ অমান্য করে বিএনপি’র অপরপক্ষ কাউন্সিল চলমান রেখেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপি’র খুলনা বিভাগীয় সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে কাউন্সিল স্থগিত করার আহ্বান জানান। এ সময় কোদালিয়া ইউনিয়ন বিএনপি’র কাউন্সিলে সভাপতি প্রার্থী মোঃ বাইজিদ মোল্লা, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুস সবুর মোল্লা ও সাংগঠনিক সম্পাদক প্রার্থী নেয়ামত শরীফ দলীয় সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন বর্জন করেন এবং বিএনপির সাংগঠনিক নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান, চলমান ইউনিয়ন কাউন্সিল গুলো স্থগিত করার জন্য।