হোম ফিচার জোয়ারের পানির চাপে বেতনা নদীর পানি ওভারফ্লো

জোয়ারের পানির চাপে বেতনা নদীর পানি ওভারফ্লো

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের শাল্যে ও পারশাল্যে কাঠের ব্রিজের দুই ধারে পানি উন্নয়ন বোর্ডের বাধের উপর দিয়ে বেতনা নদীর পানি ওভারফ্লো হচ্ছে। জেলা প্রশাসক সাতক্ষীরা এস এম মোস্তফা কামালের নির্দেশে ঘটনাস্থল,সরেজমিনে পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।

এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, পাউবো-২, চেয়ারম্যান ৯ নং ব্রহ্মরাজপুর ইউপি, সংশ্লিষ্ট ইউপি সদস্য ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

পরিদর্শন-কালে সিদ্ধান্ত হয়,পারশাল্যে থেকে বিনেরপোতা পর্যন্ত ক্ষতিগ্রস্ত এলাকায় রিং বাঁধ নির্মাণ। ০৭ আগস্ট ২০২০ শুক্রবার সকালে রিং বাঁধ নির্মাণকাজ শুরু হবে। বেতনা নদী সংলগ্ন কুন্দরডাংগা স্লুইস গেইট ও কামারডাংগার স্লুইস গেইট অবমুক্ত করা হবে।

মাটিয়াডাংগা থেকে সুপারিঘাটা ব্রিজ ও আশাশুনির গুনাকরকাটি চ্যানেল ড্রেইন নির্মাণ। প্রতিটি কাজেই স্থানীয় জনগণ ও জন-প্রতিনিধিবৃন্দের সু-সমন্বয়ে কার্যক্রম বাস্তবায়ন হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন