হোম খুলনাযশোর কেশবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

কেশবপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু 

কর্তৃক Editor
০ মন্তব্য 38 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুর  উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের  চিংড়া বাজার রাস্তার পাশে থাকা পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ-২৫) বেলা  সাড়ে ১২টার দিকে আনিসুর রহমানের ছেলে হুজাইফা (০৫) তার সমবয়সী বন্ধুদের সাথে খেলা করে চিংড়া বাজারের মসজিদের আসপাশে। এক পর্যায়ে খেলা শেষে সবাই মিলে গোসল করতে নামে একটা পুকুরে। পুকুরের গভীর গর্তের চলে গেলে সাতার না জানায় ছটপট করে পানিতে ডুবে যায়। সাথে থাকা বাচ্চারা এটা দেখে তারা মাকে খবর দেয়। পরবর্তীতে শিশু সন্তানের মা সনিয়া খাতুন (৩২) এবং পাড়া-প্রতিবেশীরা পুকুর থেকে তুলে দুপুর আনুমানিক ১টার দিকে বাচ্চাটিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে বাচ্চাটিকে মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন