হোম খুলনানড়াইল নড়াইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

নড়াইলে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানবন্ধন ও স্মারকলিপি প্রদান

কর্তৃক Editor
০ মন্তব্য 22 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
নড়াইলে সরকারি ও বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের মধ্যকার বেতন ভাতা বৈষম্য দূরীকরের  লক্ষ্যে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি সহ ৪ দফা দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী পালিত হয়েছে।
রোববার (১৬ মার্চ) দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি নড়াইল জেলা শাখা’র সভাপতি মো: মহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন নড়াইল জেলা শিক্ষক সমিতি’র সাধারণ সম্পাদক মো: ফরিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতি’র নেতা ও গোবরা পার্ব্বতী বিদ্যাপীঠ’র প্রধান শিক্ষক আব্দুর রশিদ, তুলারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ মন্ডল,  গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বিশ্বাস,হবখালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু ছামিন বিশ্বাস শামীম, ভাবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসলেহ উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন