হোম আন্তর্জাতিক লেবানন বিস্ফোরণ: ২ জন বাংলাদেশি নিহত, নৌ জাহাজ ক্ষতিগ্রস্ত, বহু আহত

লেবানন বিস্ফোরণ: ২ জন বাংলাদেশি নিহত, নৌ জাহাজ ক্ষতিগ্রস্ত, বহু আহত

কর্তৃক
০ মন্তব্য 126 ভিউজ

অনলাইন ডেস্ক:
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আএসপিআর) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বৈরুতে মঙ্গলবারের বিশাল বিস্ফোরণে বন্দরের কাছে থাকা বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়।

এতে নৌবাহিনীর অন্তত ২১জন সদস্য আহত হয়েছেন।

আহতদের একজনের অবস্থা আশঙ্কাজনক।

বৈরুতে থাকা নৌবাহিনী জাহাজ বানৌজা বিজয় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালন করছিল।

আহত নৌবাহিনীর সদস্যদের বৈরুতের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এদিকে বৈরুতের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানাচ্ছেন, বিস্ফোরণে অন্ততঃ দুইজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে তারা নিশ্চিত হয়েছেন। হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশংকা করছেন কর্মকর্তারা।

বাংলাদেশ দূতাবাসের হেড অব চ্যান্সেরি ও ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন বলছেন, “এখন পর্যন্ত দুইজন বাংলাদেশি মারা যাওয়ার খবর সম্পর্কে নিশ্চিত হতে পেরেছি আমরা।”

বৈরুতের বিভিন্ন হাসপাতাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মি. মামুন জানান, মারা যাওয়া দু্জন বাদে এখন পর্যন্ত অন্তত ৫৯ জন বাংলাদেশি বিস্ফোরণে আহত হয়েছেন।

বিস্ফোরণে আরো বাংলাদেশি নাগরিকের হতাহত হওয়ার আশঙ্কা করছেন তারা।

লেবাননে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে আরো কেউ হতাহত হয়েছেন কিনা, তা জানতে অনুসন্ধান চলছে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মামুন।

মঙ্গলবার বন্দরনগরী বৈরুতে দুটি বিশাল বিস্ফোরণে রাজধানী শহরটির একটি বিস্তীর্ণ অংশ কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি মানুষ মারা গেছে।

আহত হয়েছে চার হাজারের বেশি।

সূত্র:বিবিসি বাংলা

সম্পর্কিত পোস্ট

মতামত দিন