ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিব্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে ফকিরহাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফকিরহাট উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা নির্বাচন অফিস কার্যালয় চত্ত¡রে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন। এসময় থেকে দুপুর ১টা পর্যন্ত দুই ঘন্টা কর্মবিরতী কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মো. মেহেদী হাসান, সহকারী নির্বাচন অফিসার আইনুল হক গাজী, ডাটা এন্ট্রি অপারেটর নান্টু দাস, ডাটা এন্ট্রি অপারেটর আরিফুল ইসলাম, স্ক্যালিং অপারেটর পল্লব গোস্বামী, অফিস সহায়ক শেখ আ. হান্নান ও নৈশ্য প্রহরী ইমরান হাসান।
উপজেলা নির্বাচন অফিসার মো. মেহেদী হাসান বলেন, সংবিধান এর ১১৯ অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা প্রস্তুতকরণের তত্ত¡াবধান, নিদের্শ ও নিয়ন্ত্রণ নির্বাচন কমিশনের উপর ন্যস্ত। ভোটার তালিকার তথ্যভান্ডার একটি সংবিধানিক দলিল, যা কারো কাছে হস্তান্তর করার সুযোগ নেই। এছাড়াও ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়া, জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা, ডাটাবেজের নিরাপত্তা ও সম্ভাব্য ঝুঁকি, গোপনীয়তা ও তথ্য সুরক্ষা বিষয় সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এ কর্মকর্তা।