হোম খুলনাসাতক্ষীরা সারাদেশে খুন-ধর্ষন-শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

সারাদেশে খুন-ধর্ষন-শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে খুন, ধর্ষন, হত্যা, অপহরন ও শিশু নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে। সম্মিলিত নাগরিক সমাজের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কের সামনে উক্ত মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসুচি পালিত হয়।

মানবাধিকার কর্মী মাধবচন্দ্র দত্তে সভাপতিত্বে মানববন্ধন ও গণপ্রতিবাদে বক্তব্য রাখেন, শিক্ষাবিদ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সর্বশেষ নির্বাচিত সভাপতি মমতাজ আহমেদ বাপী, জেলা নাগরিক কমিটির আহবায়ক এড. আজাদ হোসেন বেলাল, জেলা নাগরিক কমিটির যুগ্ন সদস্য সচিব ও জেলা গণফোরামের সভাপতি আলী নূর খান বাবুল, নারী নেত্রী জোছনা দত্ত, সাংবাদিক রঘুনাথ খাঁসহ অন্যরা।

বক্তারা বলেন, দেশে যেন ধর্ষনের মহোৎসব চলছে। আইন কার্যকর না থাকায় এ জঘন্য ঘটনা ঘটেই চলেছে। ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। এমন শাস্তির ব্যবস্থা করতে যা দেখে আর কেউ ধর্ষনের মত ঘটনা ঘটাতে না পারে। বক্তারা এসময় চলমান পরিস্থিতির দ্রæত উন্নয়ন ঘটিয়ে দেশে স¤প্রতি ঘটে যাওয়া শিশুসহ সকল নির্যাতীত শিশু ও নারী লাঞ্ছনা, ধর্ষণ, হত্যার দ্রæত বিচার ও শাস্তির জোর দাবি জানান।

মানববন্ধন ও গণ প্রতিবাদ শেষে সমাজকর্মী মাহিদা মিজান ৫ দফা দাবী পেশ করেন। দাবী সমুহ হলো, মাগুরার শিশুসহ সকল ধর্ষিত নারী ও শিশুর ক্ষতিপুরণসহ পুর্নবাসনের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে, নারী ও শিশু ধর্ষণের আইন সংশোধন করে দ্রæততম সময়ের মধ্যে (৯০) দিন সরকার ঘোষিত সময়ের মধ্যে বিচার ও তার শাস্তি নিশ্চিত করতে হবে, নারীর চলাফেরা, বাক-স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা ও কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, শিশু বিবাহ রোধে প্রচলিত আইনের যুগ-উপযোগী সংস্কার ও বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং সকল পরিবহনে নারীর জন্য পৃথক আসন নিশ্চিত করতে হবে এবং পরিবহন শ্রমিকদের পরিচয়পত্র নিশ্চিত করতে হবে। মানবন্ধন ও গণপ্রতিবাদ কর্মসুচিতে বিভিন্ন পেশাজীবী সংগঠন অংশগ্রহণ করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন