মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার যশোরের মনিরামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, পৌরসভা, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন দলিত, রুপান্তর, ডিমিএইচডিও সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সকালে বর্নাঢ্য র্যালী বের করা হয়। সকাল ১১ টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে আয়োজন করা হয় দিবসের তাৎপর্য তুলে আলোচনা সভার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমি আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। আবৃতি শিক্ষক সোহানুর রহমান সোহানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ, সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মুছা, মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফরোজা মাহমুদ রানী, প্রেসক্লাব সভাপতি এস এম মজনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক সমাজের প্রতিনিধি আসাদুজ্জামান রয়েল, ডিসিএইচডিওর নির্বাহী পরিচালক আল আমিন হোসেন, ছাত্র প্রতিনিধি তাসনিম হাসান বর্ষা প্রমুখ।