হোম খুলনাযশোর কেশবপুরে (পিএফজি)-এর সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কেশবপুরে (পিএফজি)-এর সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 19 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুরে “সংঘাত নয়, সম্প্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে (পিএফজি)-এর সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৮ মার্চ-৫) সকালে কেশবপুর পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর উদ্যোগে কেশবপুর মাইকেল সড়ক সংলগ্ন পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে ওই সভার আয়োজন করা হয়। এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয়, এবং জাতিগত সম্প্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।
সভায় পাঁজিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন বিএনপির সভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, মনোহরনগর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মকবুল হোসেন মুকুল-এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব  পিএফজির সমন্বয়কারী মুনছুর আযাদ-এর সঞ্চালনা মূল বক্তব্য প্রদান এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম এবং এলাকা সমন্বয়কারী এস. এম রাজু জবেদ। মূল বক্তব্য সমন্বয় করেন, এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মোঃ আশরাফুজ্জামান।
সভায় বক্তব্য রাখেন, পিস অ্যাম্বাসেডর ও গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, শিক্ষিকা সুফিয়া পারভীন, পিস এ্যাম্বাসেডর, কেশবপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোতাহার হোসাইন, জাতীয় পার্টির দপ্তর সম্পাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, নাগরিক সংগঠনের আব্দুল খালেক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেশবপুরের আহবায়ক আজিজুর রহমান আজিজ, বাংলাদেশ দলিত পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও   ‘পরিত্রান’-এর প্রোগ্রাম ম্যানেজার উজ্জ্বল কুমার দাস, কেশবপুর খ্রীষ্টান মিশনারীর পরিচালক (টিএনসিসি) লুইজ বিশ্বাস, বালিয়াডাঙ্গা আলআরাফাহ জামে মসজিদের খতিব ও ধর্মীয় আলোচক হাফেজ মাওলান হাফিজুর রহমান, ত্রিমোহীনী ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা তরিকুল ইসলাম, ‘ওয়ার্ড’ কেশবপুরের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, লোকজ একাডেমির পরিচালক, বাংলাদেশ বেতার খুলনার কণ্ঠশিল্পী ও বিশিষ্ট গীতি কবি এস এম সিরাজুল ইসলাম, সাংবাদিক পরেশ দেবনাথ, সাংবাদিক আব্দুল করিমসহ স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উপজেলায় শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে এ সভাটি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে প্রশংসিত হয়েছে। পাশাপাশি, আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়। উপস্থিত ছিলেন, সুফিয়া পারভীন, শাহানাজ পারভীন, নাজমা সুলতানা সবুরুন্নেছা, শরিফা খাতুন, কবরী বেগম প্রমূখ ।
সভায় গৃহীত গুরুত্বপূর্ণ পরিকল্পনাসমূহের মধ্যে রয়েছে আক্রান্ত ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে পিস ইভেন্ট আয়োজন, ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ, পিএফজির পিএফবিটি প্রশিক্ষণ বাস্তবায়ন, এবং ইয়ুথদের সোশ্যাল অ্যাকশন প্লান কার্যকর করা।
সভায় আলোচনার মূল বিষয় ছিল, কেশবপুর উপজেলায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রনয়ণ। জানুয়ারি থেকে মার্চ-২৫ পর্যন্ত পিএফজির সদস্যদের সম্পাদিত কাজের অগ্রগতি তুলে ধরা হয় এবং এপ্রিল- ২৫ থেকে জুন ২০২৫ এর ত্রৈমাসিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন