রিপন হোসেন সাজু:
ঢাকাস্থ মনিরামপুর সমিতির উদ্যোগে আজ বৃহস্পতিবার ঢাকা রিপোটার্স ইউনিটের হলরুমে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এ্যাড. শহীদ মোহাম্মাদ ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মূসা, যশোর জেলা জামায়াত কর্ম পরিষদের সদস্য এ্যাড. গাজী এনামুল হক, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, মনিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, ঢাকাস্থ মনিরামপুর সমিতির সভাপতি প্রকৌশলী ইকবাল কবীর মোল্যা, সাধারণ সম্পাদক ডাঃ মিজানুর রহমান, বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি শফিকুল বারী শফি। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনিরামপুর সমিতির কোষাধ্যক্ষ কাজী হুমায়ুন কবীর বাবলা, সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি মোজাম্মেল হক। সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন মনিরামপুর ছাত্র কল্যাণ সমিতির সাবেক সভাপতি নাজমুল হক টিটো।