ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাথলী এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক জেলে আহত হয়েছে। আহত ওই জেলে শুভ শিকদার (২৩) মৌভোগ পশ্চিম পাড়ার নুর মোহম্মদ শিকদারের ছেলে।
আহতের পরিবার ও স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১টার দিকে শুভ শিকদারসহ ৫/৬জন জেলে শ্রমিক হিসেবে উপজেলার কাথলী এলাকায় মো. শহীদের মৎস্য ঘেরে জাল দিয়ে মাছ শিকার করতে যান। মাছ শিকার শেষে তুচ্ছ একটি ঘটনায় ঘের মালিক পক্ষের সাথে জেলেদের বাকবিতÐার সৃষ্টি হয়। এসময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। একপর্যায়ে ঘের থেকে জেলে শুভ শিকদার বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা তাকে একা পেয়ে মারপিট করে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে ভর্তি করে। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধিন অবস্থায় আছেন। এ ঘটনায় আহতের পিতা নুর মোহম্মদ শিকদার বাদী হয়ে শহীদ ও তার শ্যালক রুবেলের নাম উল্ল্যেখ করে ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
ফকিরহাট মডেল থানার উপপরিদর্শক (এসআই) শিবলী নোমানী লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন।