নিজস্ব প্রতিনিধি :
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাতক্ষীরায় ডিপ্লোমা চিকিৎসা ব্যবস্থা ও ডিপ্লোমা চিকিৎসা শিক্ষা ব্যবস্থা বন্ধ করার ষড়যন্ত্র এবং ম্যাটস কারিকুলাম ও ডিপ্লোমা চিকিৎসকদের বিরুদ্ধে অপপ্রচার বন্ধের দাবিতে সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সাতক্ষীরা জেলা বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন এ সংবাদ সম্মেলনের আয়োাজন করে।
লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডা মোঃ শাহিনুর আলম, এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাতক্ষীরা জেলার সাধারণ সম্পাদক ডা মোঃ মোজাম্মেল হোসেন, ডা এ কে এম মশিউর রহমান, খাইরুল ইসলাম মুকুল, মাসুদ রেজা, প্রভাকর মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, পেশাজীবি উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, বেকার বিপ্লোমা চিকিৎসকগন ও ম্যাটস শিক্ষার্থীসহ অন্যান্যদের চার দফা দাবী সমূহ হলো, অন্যান্য ডিপে¬ামাদের ন্যায় দশম গ্রেডে উন্নতি করুণ। অতি শীঘ্র দশম গ্রেডে শূন্যপদে ডিপ্লোমা চিকিৎসারদের নিয়োগ দান। কমিউনিটি ক্লিনিকের সেবার মান বৃদ্ধি করতে সাড়ে ৪ বছরের মেডিকেল ডিপে¬ামাধারী চিকিৎসকদের নিয়োগ দান। মাটন কারিকুলামতে আধুনিকীকরণ, যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীতকরন। অন্যান্য ডিপ্লোমাদের ন্যায় এবং রাষ্ট কর্তৃক স্বীকৃত মৌলিক অধিকারের অংশ হিসেবে উচ্চ শিক্ষার সুযোগ এবং পৃথক মেডিকেল কলেন অথবা বিদ্যমান মেডিকেল কলেজে প্রতিযোগীতামূলক অংশগ্রহনের ব্যবস্থা করা। মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন, প্রতিষ্ঠানের নামও ডিগ্রীর নাম পরিবর্তন করতে হবে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক এর সেবার মান বৃদ্ধি করে সাড়ে চার হাজার মেডিকেল ডিপ্লোমাধারি চিকিৎসকদের নিয়োগ দেওয়ার আহবান জানান নেতৃবৃন্দ।