হোম খুলনাযশোর কেশবপুরের কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন

কেশবপুরের কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

পরেশ দেবনাথ:

মানব জাতির নৈতিকতা বৃদ্ধিকল্পে বিশ্বের সকল জীবের মঙ্গল কামনায়, সনাতন ধর্ম পালনের প্রতিশ্রুতিতে কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের কন্দর্পপুর গ্রামের রাধাগোবিন্দ মন্দিরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তন অনুষ্ঠিত হচ্ছে আজ রোববার থেকে। শনিবার (০১ মার্চ-২৫) শুক্লাপক্ষ দ্বিতীয়া তিথিতে ছিল মঙ্গলঘট স্থাপন, শুভগন্ধাধিবাস ও ভাগবত আলোচনা।

আজ রোববার (০২ মার্চ) অরুণোদয় থেকে অখন্ড তারকব্রহ্ম শ্রীশ্রীহরিনাম সংকীর্ত্তন, যথারীতি পূজা ও প্রসাদ নিবেদন। সোমবার (০৩ মার্চ) প্রত্যুষে ব্রহ্ম মুহূর্তে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সমাপন। অতঃপর নাম সংকীর্তণ সহকারে নগর পরিক্রমা। মন্দিরে পূজা ও মহোৎসব শেষে মহাপ্রসাদ বিতরণ।

কন্দর্পপুর রাধাগোবিন্দ মন্দিরের সভাপতি শ্রী দীপক কুমার পাল, সাধারণ সম্পাদক, শ্রী গোবিন্দ চন্দ্র পাল ও কোষাধ্যক্ষ শ্রী শ্যামল কুমার সাধু জানিয়েছেন, মহানাম পরিবেশনায় থাকবেন-নিত্যানন্দ সম্প্রদায়, মাষ্টার-শ্রী প্রিয়নাথ সরকার খুলনা। আদি গৌরাঙ্গ সম্প্রদায়, মাষ্টার- শ্রীমতি বিজলী রাণী যশোর। লক্ষ্মীপ্রিয়া সম্প্রদায়, মাষ্টার-শ্রীমতি কবিতা রাণী পাইকগাছা। বিষ্ণুপ্রিয়া সম্প্রদায় (অষ্টসখি), মাষ্টার-শ্রীমতি সেবানী সরকার সাতক্ষীরা। নব ভাই-বোন সম্প্রদায়, মাষ্টার-শ্রীমতি সন্ধ্যা রাণী আশাশুনি। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন-ভক্তিপ্রবর মৃত্যুঞ্জয় দাস অধিকারী (মাধব), শ্রীশ্রী মাধবকুঞ্জ সেবাশ্রম, ঘোষনগর, যশোর। অধিবাস কীর্তন পরিবেশনায় থাকবেন, ভক্তিপ্রবর মৃত্যুঞ্জয় দাস অধিকারী (মাধব), শ্রীশ্রী মাধবকুঞ্জ সেবাশ্রম, ঘোষনগর, যশোর।

কন্দর্পপুরে ৮ম প্রহর ব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম সংকীর্তনে সার্বিক তত্ত্ববধায়ক শ্রী অরুণ সিংহ জানান, সেবায়েত থাকবেন, প্রভুপাদ স্বপন গোস্বামী, গোকুলানন্দ সেবাশ্রম, পাঠবাড়ি, দেবহাটা, সাতক্ষীরা।

নিত্য সেবায়েত থাকবেন, শ্রীযুক্ত বাবু সুভাষ চন্দ্র পাল (পঞ্চা), কন্দর্পপুর রাধাগোবিন্দ মন্দির, কেশবপুর, যশোর। প্রতিদিন প্রসাদ বিতরণ করা হবে। সকল প্রকার স্বেচ্ছাদান সাদরে গ্রহণ করা হবে। তাছাড়া, সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মন্দির প্রাঙ্গণে ধুমপান নিষিদ্ধের অনুরোধ জানিয়েছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন