হোম অর্থ ও বাণিজ্য অর্থবছরের প্রথমার্ধে চামড়া রপ্তানি কমেছে ১১.৬৫ শতাংশ

অর্থবছরের প্রথমার্ধে চামড়া রপ্তানি কমেছে ১১.৬৫ শতাংশ

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

অনলাইন ডেস্ক:
রাজনৈতিক অস্থিরতাসহ শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে চামড়া খাতে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৬ মাসে আগের অর্থবছরের তুলনায় চামড়া রপ্তানি কমেছে ১১ দশমিক ৬৫ শতাংশ। এছাড়া, লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায়ও বাংলাদেশ পিছিয়ে পড়েছে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

২০২৩-২৪ অর্থবছরে চামড়া রপ্তানিতে সালমা ট্যানারির আয় ছিল প্রায় ৪০ কোটি টাকা। তবে, চলতি অর্থবছরে তা কমে অর্ধেকে নেমেছে। আঞ্জুমান ট্যানারি, সমতা লেদারের মতো বড় বড় প্রতিষ্ঠানেরও একই অবস্থা।

ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা এবং শ্রমিক বিক্ষোভের প্রভাব পড়েছে এই খাতে। এছাড়া, লেদার ওয়ার্কিং গ্রুপের সনদ না থাকায় আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতায় অংশ নিতে পারছে না ট্যানারিগুলো।

বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাখাওয়াত উল্লাহ বলেন, ‘জুলাইয়ের পরে অনেকগুলো কারখানার উৎপাদন বন্ধ ছিল। উৎপাদনটা যখন স্বাভাবিকের দিকে যাচ্ছিল তখন আমাদের যারা বিদেশি ক্রেতা, তারা ক্রয়াদেশগুলো স্লো করে দিলে আজকের এই অবস্থা। ওয়েস্ট ম্যানেজমেন্টের যে সমস্যাটুকু আছে সেটার সমাধান হলেই কিন্তু আমরা ট্যানারি সাইডে অনেকটাই প্রস্তুত।’

রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসাব বলছে, চলতি অর্থবছরের প্রথম ৬ মাস জুলাই থেকে ডিসেম্বরে চামড়া রপ্তানি ১১ দশমিক ৬৫ শতাংশ কমে ৬২ দশমিক ৪৮ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ৭০ দশমিক ৭২ মিলিয়ন ডলার।

চামড়া খাতের বিশেষজ্ঞ আফজাল হোসেন বলছেন, ‘পরিবেশের মানদণ্ড রেখে সার্টিফাইড লেদার ইন্ডাস্ট্রিজের পরিমাণ খুবই কম। নগণ্য একেবারে। ক্রাইটেরিয়া যেগুলো আছে, যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে আমি বলব তারা বেশ কয়েক জায়গায় ব্যর্থ।’

এলডব্লিউজি সনদ পেলে বিশ্ববাজারে চামড়া পণ্যের ভালো দাম পাওয়া সম্ভব বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন