হোম খুলনাযশোর কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়ি দখল

কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধে অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তার বাড়ি দখল

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ
স্টাফ রিপোর্টার:
কেশবপুরের মধ্যকুল ট্রাক টার্মিনাল এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহীদুল্লাহ্ মুন্সির বাড়ি দখলে নিয়েছে প্রতিপক্ষ রজব আলী বিশ্বাসরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষের কাগজপত্র নিয়ে থানায় উপস্থিত হওয়ার কথা বলে  চলে আসে।
কেশবপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মধ্যকুল ট্রাক টার্মিনাল এলাকার মোঃ শহীদুল্লাহ্ মুন্সির সাথে একই এলাকার রজব আলী বিশ্বাসের দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধের জের ধরে বৃহস্পতিবার সকালে রজব আলী বিশ্বাস ওই জমির মালিকানা দাবি করে তার লোকজন নিয়ে শহীদুল্লাহ মুন্সির বাড়ির লোকজন কে বাড়ি থেকে বের করে দেয় এবং তালা ঝুলিয়ে দিয়েছে।
শহীদুল্লাহ মুন্সির ছেলে   কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ জানায়,ওই জমি রজব আলী বিশ্বাসের নিকট থেকে ক্রয় করে, বাড়ি নির্মাণ করে বসবাস করেন। জমি দাবি করে রজব আলী বিশ্বাস আদালতে মামলা করে।  বৃহস্পতিবার সকালে রজব আলী বিশ্বাসের ৫০/৬০ জনের একটি দল বাড়ির ভিতর প্রবেশ করে ভাংচুর ও পরিবারের সদস্যদের বাড়ি থেকে বের করে ঘরে ও গেটে তালা ঝুলিয়ে দিয়েছে।
রজব আলী বিশ্বাস জানান, আমার ৪০ শতক জমি ১৯৭৮ সালে সোনালী ব্যাংক মনিরামপুর শাখায় মডগেজ রাখি।যার স্বাক্ষী হিসেবে ছিল শহীদুল্লাহ মুন্সি।  বন্ধুত্বের সুযোগে ওই জমির ভিতর থেকে ২০ শতক জমি আমার নিকট প্রতারণা করে দলিল করে নেয়।আমার নামে নেয়া লোন  পরিশোধ করলে ২০০৮ সালে ব্যাংক কর্তৃপক্ষ আমার নামে পুণরায় দলিল করে দেয়। ওই জমির প্রকৃত মালিক আমি। আমার রাখা ইট বালু দিয়ে সে জোর পুর্বক বাড়ি নির্মাণ করে।
এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন,খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বৈধ কাগজপত্র নিয়ে উভয় পক্ষকে থানায় উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।  পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন