হোম অন্যান্যলাইফস্টাইল ভারতীয় ডিজাইনারের বিশেষ পোশাকে মেহজাবীন-আদনান

ভারতীয় ডিজাইনারের বিশেষ পোশাকে মেহজাবীন-আদনান

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ

লাইফস্টাইল ডেস্ক:
দীর্ঘ ১৩ বছরের প্রেমের পর চার হাত এক হলো জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী-আদনান আল রাজীবের। কয়েকদিন থেকেই বিয়ের দিনের সুন্দর মুহূর্তের ছবিগুলো স্যোশাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে।

মেহজাবীন-আদনান নিজেরাও তাদের ফেসবুক পেজে শেয়ার করেছেন সেসব ছবি।

জীবনের বিশেষ দিনে মেহজাবীন বেছে নিয়েছেন আইভরি লেহেঙ্গা। আর আদনান বর সেজেছিলেন কফি রঙের শেরওয়ানিতে।

ভারতীয় ডিজাইনার সীমা গুজরাল মেহজাবীনের লেহেঙ্গাটি ডিজাইন করেছেন। ‘প্লেসেস অব ড্রিমস’ আউটলাইনের অটাম/উইন্টার কালেকশন থেকে কাস্টমাইজড করে নেওয়া হয়েছে অভিনেত্রীর বিয়ের লেহেঙ্গাটি।

অভিনেত্রীর লেহেঙ্গার পুরোটা জুড়ে ছিল এমব্রয়ডারির নিখুঁত কাজ। ঘোমটা টেনেছিলেন ম্যাচিং ওড়না দিয়ে। বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর ফুলস্লিভ ব্লাউজের কাটআউট নকশা।

হাতভর্তি মেহেদি, ম্যাচিং জমকালো চোকার, টানা দুল, চুড়ি আর টায়রায় সেজেছেন গুণী এই অভিনেত্রী।

মেহেজাবীনের হাতে মেহেদি পরিয়েছেন হেনা আর্টিস্ট শাহরিয়ার। অভিনেত্রী অলঙ্কার নিয়েছেন টাইটান কোম্পানির গয়নার ব্যান্ড তানিস্ক থেকে।

শুধু তাই নয়, জনপ্রিয় এই অভিনেত্রী নিজের বিয়ের মেকআপে ভরসা রেখেছেন জাহিদ খান ব্রাইডাল মেকওভারে।

বর-কনে দুজনের সাজপোশাকেই প্রকাশ পেয়েছে চোখজুড়ানো আভিজাত্যপূর্ণ আমেজ। অভিনেত্রীর বিশেষ দিনের সাক্ষী হয়েছেন পরিবার, আত্মীয়-স্বজন ও কাছের বন্ধুরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন