হোম খুলনাযশোর মনিরামপুরে বিএনপি’র নিহত ১১ নেতাকর্মীর পরিবারের মাঝে তারেক রহমানের উপহার

মনিরামপুরে বিএনপি’র নিহত ১১ নেতাকর্মীর পরিবারের মাঝে তারেক রহমানের উপহার

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মনিরামপুরে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নিহত ১১ নেতাকর্মীর পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া উপহার বিতরণ করা হয়েছে। বিগত সরকারের আমলে এসব নেতা-কর্মী নিহত হন। সোমবার সন্ধ্যায় মনিরামপুর প্রেসক্লাব মিলনায়তনে এ উপহার বিতরণ করা হয়। দলিয় সূত্রে জানাযায়, গত ২২ ফেব্রæয়ারি যশোর জেলা বিএনপি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত সরকারের আমলে দলের নিহত নেতাকর্মীদের পরিবারকে সহায়তা দেয়ার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে তারেক রহমানের প্রেরিত নগদ অর্থ নিহত ১১ নেতাকর্মীর পরিবারের মাঝে বিতরণ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান।

উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি একে আজাদ, উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সদস্য সচিব সাইদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মোক্তার হোসেন, আইয়ুব আলী, পৌর যুবদলের আহবায়ক আব্বাস উদ্দিন, বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনিরুল ইসলাম, পৌর কৃষক দলের আহবায়ক মোস্তফা আনোয়ারসহ অন্যান্য নেতৃবৃন্দ। নিহতরা হলেন-কাশিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মেজবাহুর রহমান চন্টু, চিনাটোলার আশিকুর রহমান, জয়পুরের বজলুর রহমান, আবু সাঈদ, আনিচুর রহমান, বিপ্রোকোনার মতিয়ার রহমান, চাপাকোনার আসাদুজ্জামান, মাছনার হাফিজুর রহমান, তাহেরপুরের ইউসুফ আলী, দূর্গাপুরের আতিয়ার রহমান ও লাউড়ি গ্রামের আনিছুর রহমান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন