হোম রাজনীতি ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার

ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ শুক্রবার

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

অনলাইন ডেস্ক:
জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করছে শুক্রবার। ওইদিন বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউতে জনসভার মাধ্যমে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা রয়েছে।

জাতীয় নাগরিক কমিটির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্র বলছে, নতুন দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে আজ-কালের মধ্যেই পদত্যাগ করতে পারেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

আর দলের সদস্য সচিব পদে আখতার হোসেনের নাম অনেকটাই চূড়ান্ত। তিনি এখন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব।

নতুন দলের মুখ্য সংগঠক ও মুখপাত্র হিসেবে সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহর নামও প্রায় চূড়ান্ত হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানের পরিকল্পনা সাজাতে গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে প্রস্তুতি কমিটির বৈঠক হয়।

এরই মধ্যে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন