হোম আন্তর্জাতিক যুদ্ধ শেষ করতে সব বন্দি একসঙ্গে বিনিময়ের প্রস্তাব জেলেনস্কির

যুদ্ধ শেষ করতে সব বন্দি একসঙ্গে বিনিময়ের প্রস্তাব জেলেনস্কির

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানের সূচনা করতে দুইদেশের সব বন্দি বিনিময়ের প্রস্তাব দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধের তৃতীয় বার্ষিকীতে কিয়েভে আয়োজিত এক সম্মেলনে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এ কথা বলেছেন তিনি। ফরাসি বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি বলেছেন, রাশিয়ার উচিত তাদের কাছে বন্দি থাকা সব ইউক্রেনীয়দের মুক্তি দেওয়া। দুই দেশের সমস্ত বন্দিকে বিনিময় করতে আমরাও সম্মত আছি। আমি মনে করি, যুদ্ধ শেষ করতে এটি একটি ন্যায্য প্রথম পদক্ষেপ হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গত বছর অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতকে মধ্যস্থতাকারী রেখে দুদেশই ৯৫ জন করে বন্দি বিনিময় করেছে। ইউক্রেনীয় পার্লামেন্টের মানবাধিকার বিষয়ক কমিশনার দিমিত্রো লুবিনেটস বলেছেন, ২০২২ সালে যুদ্ধ শুরুর পর থেকে সেটি ছিল ৫৮তম বারের মতো বন্দি বিনিময়ের ঘটনা।

এর আগে, সেপ্টেম্বরে দু দেশই ১০৩ জন করে বন্দি বিনিময় করেছিল।

একই বক্তব্যে তিন বছরের যুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ ও বীরত্বের প্রশংসা করেছেন তিনি। এর আগের দিন অন্য এক বক্তব্যে তিনি বলেছিলেন, পশ্চিমা দেশের সামরিক জোট ন্যাটোর সদস্যপদ পেলে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতে সামান্যতম দ্বিধা করবেন না তিনি।

ট্রাম্প ও জেলেনস্কির সম্পর্ক কিছুদিন ধরে বেশ শীতল হয়ে পড়েছে। ইউক্রেনীয় প্রেসিডেন্টকে একনায়ক বলে অভিহিত করে দেশটিতে দ্রুত নির্বাচন আয়োজন করার দাবি করেছেন ট্রাম্প। জবাবে জেলেনস্কি বলেছেন, রুশ প্রোপাগান্ডায় বুঁদ হয়ে আবোল তাবোল বকছেন মার্কিন প্রেসিডেন্ট।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের শান্তির জন্য আমার পদত্যাগই যদি শর্ত হয়, আমি রাজি। ন্যাটোর সদস্যপদের বিনিময়ে আমি গদি ছেড়ে দেব।

রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আবারও আহ্বান করেছেন জেলেনস্কি। যুদ্ধের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ইউক্রেনের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদের বিনিময়ে নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন