হোম খেলাধুলা একদিন যেতেই প্রিমিয়ার লিগ থেকে সাকিবের নাম প্রত্যাহার

একদিন যেতেই প্রিমিয়ার লিগ থেকে সাকিবের নাম প্রত্যাহার

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নাম লিখেছিলেন সাকিব আল হাসান। কিন্তু ২৪ ঘণ্টা না যেতেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

সাকিবের নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জের ক্লাব কর্মকর্তা তরিকুল ইসলাম টিটু। তিনি বলেছেন, ‘আপনারা জানেন, সাকিব আল হাসানকে লিজেন্ডস অব রূপগঞ্জে খেলানোর জন্য দলবদল প্রক্রিয়ায় অংশ নিয়েছিলাম। কিন্তু আজকে সাকিবের সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি আমাদের অনুরোধ করেছেন তার দলবদলটা স্থগিত রাখার জন্য। সিসিডিএমকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি। সাকিবের অনুরোধের প্রতি সম্পূর্ণ সম্মান বজায় রেখে তার আবেদনটা আমাদের ক্লাব থেকে সিসিডিএমকে জানিয়ে দিয়েছি। তিনি বলেছেন, যখনই দেশে আসতে পারেন… আপনারা জানেন, তিনি বর্তমানে দেশে আসতে পারছেন না। তিনি দেশে যখন আসবেন, আমরা চেষ্টা করবো, গতবার তিনি যে দলে ছিলেন, সেই দলের সঙ্গে সমঝোতার মাধ্যমে তিনি যদি আমাদের দলে তখন খেলতে চান, তাকে আমরা লিজেন্ডস অব রূপগঞ্জে দলভুক্ত করবো।’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের মৌসুম শুরু হবে আগামী ৩ মার্চ। শনিবার শুরু হয়েছে দলবদলের খেলোয়াড় নিবন্ধন কার্যক্রম। দুই দিনের এই কার্যক্রম শেষ হয়েছে আজ রবিবার। গতকাল শনিবার অনলাইনের মাধ্যমে সাকিব রূপগঞ্জের হয়ে প্রিমিয়ার লিগ খেলতে দলবদলে অংশ নেন।

মূলত সাকিব দেশে ফিরবেন, সেটি ধরেই তাকে দলে ভিড়িয়েছে রূপগঞ্জ। তবে রাজনৈতিক কারণে তার খেলা নিয়ে সংশয় ছিল। গত বিপিএলে তাকে দলে নিয়েছিল চিটাগং কিংস। কিন্তু বিপিএল খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি। গতকাল রূপগঞ্জে নাম লেখানোর পর থেকেই আলোচনায়, তিনি কি দেশে আসতে পারবেন? শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। সাকিব শেষ পর্যন্ত নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন।

সাকিবের নিজের নাম প্রত্যাহার করার মূল কারণ কী ছিল, এমন প্রশ্নে টিুট বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সাকিব নিজেই উপলব্ধি করতে পেরেছেন, তাকে নিয়ে যেহেতু বিতর্ক আছে, এই অবস্থায় তিনি এই মুহূর্তে আসতে চাইছেন না। তবে লিগ চলাকালে সাকিব যদি দেশে ফেরে, সেক্ষেত্রে খেলতে পারবে, তাতে আমাদের কোনও আপত্তি থাকবে না।’

একদিন আগে রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদল বলেছেন, ‘আমরা রাজনীতিবিদ সাকিবকে নেইনি। খেলোয়াড় সাকিবকে নিয়েছি। ও ক্যারিয়ারের শুরু থেকে আমার সঙ্গে ছিল। আশা করছি, এখনও থাকবে। ও যদি খেলতে না পারে তাহলে ওকে আমরা নেবো কেন।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন সাকিব। রাজনৈতিক পট পরিবর্তনের পর এখন পর্যন্ত দেশে আসেননি তিনি। গত বছরের অক্টোবর-নভেম্বরে ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে চেয়েছিলেন। ওই সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় জানাতে চেয়েছিলেন। শেষ পর্যন্ত নিরাপত্তা ঝুঁকিতে সে সুযোগ মেলেনি। এছাড়া তার বিরুদ্ধে একটি হত্যা মামলা হয়েছে। পাশাপাশি চেক জালিয়াতির মামলায় সাকিবের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন