হোম খুলনাযশোর কেশবপুর থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

কেশবপুর থানা পুলিশের অভিযানে এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জন গ্রেফতার

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ
পরেশ দেবনাথ:
কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিজ্ঞ আদালতের তিন মাসের এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে। শনিবার (২২ ফেব্রুয়ারি-২৫) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক সাইমুন হোসাইন, সহকারী উপ-পুলিশ পরিদর্শক লক্ষণ কুমার সঙ্গীয় ফোর্স নিয় ২২ ফেব্রুয়ারি রাতে বেগমপুর গ্রামের তাপসের মোড় থেকে মাদক ব্যবসায়ী সাজ্জাদ হোসেন (৫৫) কে ১৫ পিচ ইয়াবাসহ হাতে-নাতে গ্রেফতার করে। সে ওই গ্রামের মৃত ইমান আলীর ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় নিয়মিত একটি মাদকদ্রব্য নিয়ত্রণ আইনে মামলা হয়েছে। সে দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের ব্যবসা চালিয়ে আসছিলো। ইতিপূর্বে তার বিরুদ্ধে ২টি মানবপাচার ও ৩টি মাদক মামলা রয়েছে।
অপরদিকে একই রাতে উপ-পুলিশ পরিদর্শক হেলাল উজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে বিজ্ঞ আদালতের ৩ মাসের সাজাপ্রাপ্ত আসামি আটন্ডা গ্রামের আব্দুল খালেকের ছেলে আনিছুর রহমান (৩২) এবং চিংড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক দীপংকর সঙ্গীয় ফোর্স নিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গোপসেনা গ্রামের ইমান আলী বিশ্বাসের ছেলে মোশাররফ হোসেন (৩৮) কে গ্রেফতার করে।
অপরদিকে থানার নিয়মিত মারামারি মামলায় ভেরচী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক শামীম হোসাইন সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার আগরহাটি গ্রামের নওয়াব আলী ফকিরের ছেলে হামিদ ফকির (৫০) ও একই গ্রামের আব্দুল মজিদ ফকিরের ছেলে আব্দুর রাজ্জাক (৪৫) কে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার বলেন, বিজ্ঞ আদালতের এক সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত সকল আসামিদের রোববার সকালে  যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন