জয়দেব চক্রবর্ত্তী,কেশবপুর :
কেশবপুরের সাগরদাঁড়ি ইউনিয়নের চেয়ারম্যান ও কেশবপুর উপজেলা আওয়ামীলীগের সাংগঠণিক সম্পাদক কাজী মুস্তাফিজুল ইসলামের ফেস বুক আইডি হ্যাক করে বুধবার দুপুরে হ্যাকাররা টাকা ধার চেয়ে ম্যাসেন্জারে ম্যাসেজ করছে।
এ বিষয়ে কাজী মুস্তাফিজুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এ ধরনের টাকা চাওয়ার ঘটনা বিভিন্ন ব্যক্তির নিকট থেকে আমি ফোন পেয়েছি। সম্ভবতঃ আমার ফেসবুক আইডি হ্যাক করে টাকা চাওয়ার ঘটনা ঘটছে। তিন এ বিসয়টি জানতে পেরেছেন বিভিন্ন ফেসবুক বন্ধুদের নিকট থেকে। এ বিষয়ে তিনি বলেন, কেউ টাকা দিবেন না।
হ্যাকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে। সাংবাদিক উৎপল দে জানান, চেয়ারম্যানের আইডি থেকে তার কাছে ৩ হাজার টাকা ধার চাওয়া হয়েছে। এ ছাড়া কেশবপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তীর নিকট টাকা ধার চাওয়া হয়েছে ৩ হাজার। তিনি বিষয়টি ইউপি চেয়ারম্যানকে সেল ফোনে জানান।