হোম খুলনানড়াইল নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

নড়াইল জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত

কর্তৃক Editor
০ মন্তব্য 27 ভিউজ
নড়াইল প্রতিনিধি:
 
নড়াইল জেলা বিএনপির সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মনিরুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
 
রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ২ টা থেকে ৫ টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিলরদের সরাসরি ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হন।
 
নির্বাচন শেষে ফলাফল সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ঘোষণা করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
 
জেলার মোট ৪টি থানা ও ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটার মধ্যে ৬৯৪ জন ভোটার ব্যালটের মাধ্যমে ভোট দিয়ে নেতা নির্বাচিত করেছেন।
 
ভোটে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম চেয়ার প্রতীক নিয়ে ৪৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. জুলফিকার আলী মেটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৩৮ ভোট।
 
সাধারণ সম্পাদক পদে আলহাজ্ব মনিরুল ইসলাম দেয়ালঘড়ি প্রতীকে ৪৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী শাহরিয়ার রিজভী জর্জ আনারস প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট।
 
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু মাছ প্রতীকে ২৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
 
আসন্ন এ কাউন্সিলে সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক এই তিন পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও মো. জুলফিকার আলী (মেটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়ালঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু (মাছ), মো. টিপু সুলতান (গোলাপ ফুল), এড. মাহাবুব মোর্শেদ জাগল (তালা) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।
 
জেলা কমিটির নির্বাচন পরিচালনা করছেন এড. গোলাম মোহাম্মদ, এড. আব্দুল হক, এড.  মোঃ আলমগির মিয়া ও এড. তারিকুজামান লিটু।
এর আগে সকাল ১১ টায় নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
 
জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন-বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত ও সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুন্ডু। এছাড়া বক্তব্য দেন-জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সহসভাপতি জুলফিকার আলী, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, যুগ্মসম্পাদক আলী হাসান, সদর উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেকসহ অনেকে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন