হোম খুলনাযশোর মনিরামপুরে বিএনপি নেতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

মনিরামপুরে বিএনপি নেতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

কর্তৃক Editor
০ মন্তব্য 90 ভিউজ
মনিরামপুর (যশোর) প্রতিনিধি:
মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়ন বিএনপির নেতা মোঃ মকবুল হোসেন রোববার সকালে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ—রাজেউন)। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুর সময় তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে জটিল রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। রোববার সকাল ১১টা ১০মিনিটের দিকে তিনি আম্রঝুটা গ্রামের বাড়িতে আকষ্মিক মৃত্যুবরণ করেন। জানা গেছে তিনি কুলটিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। রোববার আসর বাদ মরহুমের নামাজে জানাযা শেষে আম্রঝুটা গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হয়।
মকবুল হোসেনের মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে ছুটে যান এবং জানাযা নামাজে অংশগ্রহণ করেন মণিরামপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু, যুগ্ম সম্পাদক নাজমুল হক লিটন। এছাড়া শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ, সহসভাপতি অ্যাডভোকেট মকবুল ইসলাম, অ্যাডভোকেট মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান, খান শফিয়ার রহমান, কুলটিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাস্টার হামিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ গাজী, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহিদ, বিএনপি নেতা আব্দুল মজিদ, নুরুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম রিয়াদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আইয়ুব আলী, মিজানুর রহমান প্রমুখ।
মরহুম মকবুল হোসেন ছিলেন মনিরামপুর প্রেসক্লাবের সহসভাপতি জি এম ফারুক আলম -এর ছোট মামা। তাঁর মৃত্যুতে মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মজনুর, সম্পাদক মোতাহার হোসেন দুষ্টু সহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শোকাবহ পরিবারকে সমবেদনা জানিয়েছেন

সম্পর্কিত পোস্ট

মতামত দিন