হোম খুলনাযশোর কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর

কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর

কর্তৃক Editor
০ মন্তব্য 16 ভিউজ

পরেশ দেবনাথ:

কেশবপুর উপজেলা সংলগ্ন চুকনগরের কাঁঠালতলায় বইমেলা, চিত্রাঙ্কন, কুইজ, সঙ্গীত প্রতিযোগিতা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। “সমৃদ্ধ হোক গ্রন্থাগার, এই আমাদের অঙ্গীকার” জ্ঞান হোক সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুকনগরের কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বৃহস্পতি, শুক্র ও শণিবার তিন দিন ব্যাপী ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রয়াত শিক্ষকদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

শনিবার (১৫ ফেব্রুয়ারী-২৫) সকাল থেকে সারাদিন ব্যাপী ঐতিহ্যবাহী কাঁঠালতলায় পৃথিবীর পাঠশালার আয়োজনে, শেখ রবিউল ইসলাম রবির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, “কৃষ্টিবন্ধন”, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও প্রফেসর ড. সবুজ শামীম আহসান। ডুমুরিয়া বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি শেখ আমজাদ হোসেন (দাদাভাই) সভাপতিত্ব করেন।

কাঁঠালতলা সাত রং সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ ও কাঁঠালতলা ষড় ঋতু সাহিত্য পরিষদের সভাপতি ডাঃ কাদেরুজ্জামান ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব শিক্ষক মাহাবুর আলম-এর সঞ্চালনায় তিন দিন ব্যাপী অনুষ্ঠানের শণিবার সমাপনী দিনে বিশেষ অতিথি ছিলেন, ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মোতালেব, প্রাক্তন শিক্ষক গাজী মোতাহার হোসেন, সাহিত্যিক সন্তোষ দত্ত, “কৃষ্টিবন্ধন”, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ও কবি এম এ কাশেম অমিয়।

নাটক, কবিতা পাঠ ও গান পরিবেশ করেন, ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান খান এ রহমত, লেফটেন্যান্ট মশিউর রহমান, ষড়ঋতু সাহিত্য পরিষদের সাধারণ সস্পাদক ও অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলহাজ্জ্ব আলী আহম্মদ, হাড়িয়াঘোপ আলোর পথে সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি কবি বলাই দেবনাথ, সাংবাদিক কৃষ্ণপদ দাস, নাট্যকর জাহাঙ্গীর হোসেন, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা, কবি ও সাহিত্যিক হোসেন আলী, অভিনেতা নারায়ন চন্দ্র দে, কাঁঠালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা সরস্বতী রায়, কবি, সাহিত্যিক, নাট্যকর ডাঃ নিখিল চন্দ্র দত্ত, কবি ও সাহিত্যিক আলমগীর হোসেন হিমেল, ডাঃ মকবুল হোসেন, কবি নজর উদ্দিন সানা, গায়ক অরূপ ব্রহ্ম, সাখাওয়াত হোসেন, আব্দুর রশিদ খোকন, টুকু, ছাত্র-ছাত্রীদের মধ্যে ইলিয়াছ হোসেন, আয়শা রহমান আরিশা, আনিশা সুলতানা, মোস্তাকিনসহ পঞ্চাশোর্ধ কবি, সাহিত্য, লেখক, নাট্যকর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সর্বশেষ অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন