হোম খুলনানড়াইল নড়াইলে ২৪ বছর পরে প্রকাশ্যে জেলা বিএনপির সম্মেলন-ব্যালটে নির্বাচন হবে

নড়াইলে ২৪ বছর পরে প্রকাশ্যে জেলা বিএনপির সম্মেলন-ব্যালটে নির্বাচন হবে

কর্তৃক Editor
০ মন্তব্য 39 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ

 দীর্ঘ ২৪ বছর পর ১৬ ফেব্রæয়ারী নড়াইল জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। নড়াইল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে সম্মেলন আর জেলা শিল্পকলা একাডেমিতে হবে ভোট।

ভোটে অংশগ্রহনকারী নেতাদের ছবি আর ব্যানারে ছেয়ে গেছে পুরো এলাকা। ১৫ ফেব্রæয়ারী দুপুরে সম্মেলনের সর্বেশেষ প্রস্ততি দেখতে এসেছিলেন বি এনপির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অন্দিন্দ্য ইসলাম অমিত।

সভাপতি,সম্পাদক সাংগঠনিক এই তিন পদে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সভাপতি পদে বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) মো. জুলফিকার আলী (মেটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে মনিরুল ইসলাম (দেয়ালঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস), অ্যাডভোকেট কামরুল হাসান (ছাতা) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার এজাজুল হাসান বাবু (মাছ), মো. টিপু সুলতান (গোলাপ ফুল), এড. মাহাবুব মোর্শেদ জাগল (তালা), এস এম ফেরদৌস রহমান (মই) প্রতীকে প্রতিদ্বন্দিতা করছেন।  

জেলার মোট ৪টি থানা ৩টি পৌরসভার মোট ৭টি ইউনিটের ৭০৭ জন ভোটার ব্যালটে ভোট দিয়ে নেতা নির্বাচন করবেন।

ইতিমধ্যে ৭টি ইউনিটের সফল নির্বাচনের পরে জেলা নির্বাচন সফল করার দাবী। 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন