হোম খুলনাযশোর মনিরামপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের মৎস্য ক্ষেত্রের স্মাট প্রকল্পের অবহিতকরণ সভা

মনিরামপুরে জাগরণী চক্র ফাউন্ডেশনের মৎস্য ক্ষেত্রের স্মাট প্রকল্পের অবহিতকরণ সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 21 ভিউজ

মনিরামপুর(যশোর)প্রতিনিধি:

জাগরণী চক্র ফাউন্ডেশন যশোরের উদ্যোগে মনিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে মৎস্য চাষ বিষয়ক স্মাট প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা সরকার মুহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না ও জাগরণী চক্র ফাউন্ডেশনের যশোরের উপ-পরিচালক সালাউদ্দিন আহমেদ।

জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক (মাইক্রোফাইন্যান্স) ও ফোকাল পার্সন স্মাট প্রকলের আজিজুল হকের সভাপতিত্বে ও প্রকল্প পরিচিতি কার্যক্রম উপস্থাপনা করেন উপসহকারী পরিচালক মোজাম্মেল হক। সভায় অন্যান্যের উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইদুর রহমান রেজা, যশোর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, আব্দুল হামিদ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের যশোর-২ জোনের জোনাল ম্যানেজার ফারুক আহম্মেদ। সভায় জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীসহ ৮০জন মৎস্য চাষী ও খামারি অংশ গ্রহন করেন।

সভায় বক্তারা বলেন, জেসিএফ অনেক ধরনের প্রকল্প বাস্তবায়ন করছে তার মধ্যে স্মাট প্রকল্পটি অন্যতম। এই প্রকল্প বাস্তবায়ন হলে মৎস্য চাষীদের জীবনযাত্রার মান উন্নয়নসহ পরিবেশ সম্মাত উপয়ে স্বল্প খরচে মাছ চাষ সম্প্রসারণ এবং বাজারজাতকরণ সক্ষমতা বৃদ্ধি করা সম্ভব হবে।জাগরণী চক্র ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত স্মাট প্রকল্পটি মাঠ পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় সুধীজন ও প্রশাসনিক সকল প্রকারের সহযোগিতা প্রদান করবে বলে তারা জানান।

উল্লেখ্য,পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন এর আর্থিক ও কারিগরি সহায়তায় জেসিএফ যশোর, ঝিনাইদহ, গোপালগজ্ঞ ও নড়াইল জেলার ১২টি উপজেলার ৫০টি ইউনিয়নে প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহনশীল মৎস্য চাষ বাস্তবায়ন করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন