হোম খুলনানড়াইল নড়াইলের একই সড়কে পাঁচ বছরের শিশুসহ নিহত ৩

নড়াইলের একই সড়কে পাঁচ বছরের শিশুসহ নিহত ৩

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

নড়াইল প্রতিনিধিঃ
স্কুল থেকে বাড়ি ফেরার পথে মোটর সাইকেল চাপায় মারা গেছে ৫ বছরের শিশু আছিয়া। নড়াইল-কালিয়া সড়কের সরকেলডাঙ্গা নামক স্থানে বুধবার(১২ফেব্রুয়ারী) সকালে এই দূর্ঘটনা ঘটে। সে সরকেলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেনীর ছাত্রী,একই গ্রামের ফারুক মোল্যার কন্যা।

স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে স্কুল থেকে বাড়ি ফিরছিলো আছিয়া। এসময় পথে পিছন দিক থেকে একটি দ্রুতগামী মোটর সাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হয় শিশুটি,পরে নড়াইল সদর হাসপাতালে আনার পরপরই মারা যায় সে। এদিকে দুপুর ২টা দিকে একই সড়কের ফুলশ্বর নামক স্থানে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে সেন্টু হাওলাদার নামক এক “নগদ” কর্মী মারা যায়। তার বাড়ি সদরের তুলারামপুরে। অপর মোটর সাইকেলে থাকা ৩ আরোহীর মধ্যে সাব্বির(১৯) কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেবার পথে মারা যায়। সাব্বির চালিতাতলা গ্রামের মোশারেফ এর সন্তান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,কালিয়া থেকে কাজ শেষে নগদ কর্মী সেন্টু হাওলাদার নড়াইল ফিরছিলো। সদরের ফুলশ্বর নামক স্থানে পৌছানোর পর নড়াইলের দিক থেকে যাওয়া অপর মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেন্টু হাওলাদার মারা যায়। অপর মোটর সাইকেলের ৩ আরোহী গুরুতর আহত হয়। আহত ৩ জন চালিতাতলা গ্রামের রোহাস,সাব্বির ও ইমরুল। এদের মধ্যে সাব্বির কে ঢাকায় নেবার পথে মারা গেছে। বাকিরা ঢাকায় চিকিৎসাধীন।

নড়াইল সদর হাসাপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা.শরীফ হাসান ফেরদৌস জানায়,সকালে একজন এবং বিকালে হাসপাতালে,এবং ঢাকায় নেবার পথে অপরজন মারা যান,৩টি মৃত্যুই এক্সিডেন্টাল ডেথ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন