হোম অন্যান্যসারাদেশ বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ভৈরবে কারাবরন করেছিল ২২ জন

বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে ভৈরবে কারাবরন করেছিল ২২ জন

কর্তৃক
০ মন্তব্য 136 ভিউজ

১৯৭৬ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী ভৈরবে পালন করতে গিয়ে আমরা সেদিন পুলিশের হাতে ২২ জন গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেছিলাম। সেদিন আমাদের অপরাধ ছিল আমরা শেখ মুজিবুর রহমানের নামে মিলাদ, দোয়া ও কোরআন খতমের আয়োজন করেছিলাম। তৎকালীন সামরিক শাসক একারণে আমাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। ভৈরব থানায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয় আমাদের বিরুদ্ধে।

ঘটনার দিন পুলিশ মিলাদের আয়োজন ব্যর্থ করে দিয়ে আমাদের লাঠিপেটা ও রাইফেলের বাট দিয়ে আঘাত করে রক্তাক্ত করেছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মম – নিষ্ঠুরভাবে হত্যার পর তৎকালীন মীরজাফর সামরিক সরকার কতটা নির্দয় – নিষ্ঠুর স্বৈরাচার ছিল ভাষায় প্রকাশ করার মত নয়। তখন দেশে কেউ বঙ্গবন্ধুর নামটি উচ্চারণ করতেই ভয় পেত। আমরা সেদিন মীরজাফর সরকারের নির্যাতনের স্বীকারে পরিণতি হয়েছিলাম। সেই সময়ে আ,লীগের বড় বড় নেতারাসহ দেশের অধিকাংশ নেতাকর্মীরা সামরিক সরকারের ধর পাকরের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিল।

আমরা তখন ফখরুল আলম আক্কাছ ভাইকে সাথে নিয়ে এমন দুঃসাহসের সাথে মিলাদের আয়োজনটি করেছিলাম। সেদিন মৃত্যুবার্ষিকী পালনের অপরাধে আমিও ৫ মাস ২৭ দিন কারাভোগ করি। এখন আ,লীগ সরকার ক্ষমতায়। ভৈরবে সরকারী দলের নেতা- কর্মীর অভাব নেই, তেলবাজ নেতাকর্মীরা আজ দলের বড় কান্ডারি। আমি জানিনা আ,লীগ যদি কখনও ক্ষমতা হারায় তারা কি করবে।

আজকের নতুন প্রজন্মের ছেলে – যুবকদের অনেকেই হয়তো ভৈরবের এই ইতিহাসটি জানা নেই। এখন আগস্ট মাস, শোকের মাস। ৪৫ বছর পর আগস্ট মাসটি এবারও ফিরে এলো। কেউ কি আমাদের কথা মনে রেখেছে! এই ঘটনাটি ১৫ আগস্ট তারিখে ভৈরবের আ,লীগের শোকসভায় কারো মুখ দিয়ে স্মরণও করা হয়না। এমনকি সেদিনের গ্রেফতারকৃতদের মধ্য অনেকে দাওয়াতও পায়না। আমার জানামতে ১৯৭৬ সালের ১৫ আগস্ট দেশের কোথাও বঙ্গবন্ধুর প্রথম মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়ে কেউ গ্রেফতার হয়নি বা পালন করেছিল কিনা এমনটাও শোনা যায়নি। ভৈরবের ঘটনাটি একটি ইতিহাস হয়ে থাকবে।

বি: দ্র:- সেদিন গ্রেফতারকৃত ২২ জনের মধ্য ছবিতে আমিসহ ১৪ জনকে দেখা যাচ্ছে। ছবিটি ঘটনার ২২ বছর পর ১৯৯৮ সালে ভৈরব পৌরসভার ছাদে তোলা হয়েছিল। এছাড়াও পৃথকভাবে নিচে ৯ জনের ছবি দেয়া হলো। এরা গ্রুপ ছবিতেও রয়েছে। গ্রুপ ছবিটি অস্পষ্ট দেখা যাচ্ছে বলে আলাদাভাবে ৯ জনের ছবি দিলাম।

লেখক:আসাদুজ্জামান ফারুক    একজন বঙ্গবন্ধু প্রেমী

সম্পর্কিত পোস্ট

মতামত দিন