হোম খুলনাযশোর মনিরামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালী

মনিরামপুরে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে র‌্যালী

কর্তৃক Editor
০ মন্তব্য 23 ভিউজ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি:

ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে র‌্যালী, আলোচনাসভা ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদ সভাকক্ষে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প এ অনুষ্ঠানের আয়োজন করে। ইউনিয়ন পরিষদ এলাকায় বর্ণাঢ্য র‌্যালী শেষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও প্রশাসনিক কর্মকর্তা মিলন কুমার মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, আব্দুস সালাম, মহিলা মেম্বার লুৎফুন নাহার, শরিফুল ইসলাম, আব্দুর রাকিব, গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রোকেয়া খাতুনসহ আরো অনেকে আরো অনেকে।

সভায় বক্তারা বলেন, গ্রাম আদালতে স্বল্প খরচে, উত্তম প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। গ্রাম আদালতের সুবিধাসমূহ স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে ও মিডিয়ার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচার করে সাধারণের মাঝে পৌঁছে দিতে হবে। বক্তারা আরো বলেন,‘গ্রাম আদালতে গ্রামীণ মানুষের দ্রæত ন্যায়বিচার নিশ্চিত হওয়ায় এর জনপ্রিয়তা বেড়েছে। এখন অল্প খরচে, স্বল্প সময়ে এবং সহজে মামলা নিষ্পত্তির সুযোগ থাকায় দিনে দিনে বিরোধ-নিষ্পত্তির হার ছাড়িয়ে গেছে অতীতের রেকর্ড। প্রায় শতভাগ নিষ্পত্তির মাধ্যমে দেশের উচ্চ আদালতে মামলাজট নিরসনে পথ দেখাচ্ছে। দেশের মানুষের কাছে গ্রাম আদালত আস্থা অর্জন করেছে। মূলতঃ গ্রামাঞ্চলে স্বীকৃত ‘ভিলেজ পলিটিক্স’ শব্দের ধারক ও বাহক কিছু মন্দ মানুষের কবলে পড়ে অন্যায়-অবিচারের শিকার যাতে না হয় সে লক্ষ্যে এবং সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গ্রাম আদালত কাজ করছে। এর মাধ্যমে গ্রামের লোকজন তার ইউনিয়ন পরিষদে নিজেদের মধ্যে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তির সুযোগ পাচ্ছেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার স্থানীয় অংশীজনেরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন