হোম খুলনাবাগেরহাট মোল্লাহাটে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

মোল্লাহাটে ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 11 ভিউজ

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথম ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকাল থেকে মঙ্গলবার ভোর ৩টা পর্যন্ত উপজেলা চত্বরে ১৬ দলীয় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারীর সভাপতিত্বে ভোর ৩:৩০টার সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে দিয়ে টুর্নামেন্ট শেষ হয়।

খেলায় খান মটরস দল চ্যাম্পিয়ন ও রবিউল আলম তুহিনের দল রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল খেলায় খান মটরস এর পক্ষে খেলেন ইন্দোনেশিয়া থেকে আগত খেলোয়াড় ড্রেনেজ ও গোফার।

১৬টি দল খেলায় অংশ গ্রহন করে। এর মধ্যে ২ জন বিদেশী খেলোয়াড়সহ জাতীয় টিমের খেলোয়াড়রা অংশ গ্রহন করেন। ইউএনও কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’২০২৫ এর প্রথম পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে একটি ফ্রিজ ও রানার্স আপ দলকে একটি স্মার্ট এলইডি টিভি পুরস্কার দেওয়া হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ, রাজনৈতিক নেতৃবর্গ, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন