হোম খুলনাবাগেরহাট মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আটক ৪ জন,  বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ আটক ৪ জন,  বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার 

কর্তৃক Editor
০ মন্তব্য 66 ভিউজ
জসিম উদ্দিন:
সারাদেশে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যৌথ বাহিনীর অপারেশন “ডেভিল হান্ট” পরিচালনার  ধারাবাহিকতায় বাগেরহাটের মোংলায় যৌথ বাহিনীর অভিযানে মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়রসহ ৪ জন আটক। এসময় উদ্ধার করা হয় বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।
 গোপন সংবাদের ভিত্তিতে গেল রাত ১টা হতে ভোর ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি বেইস মোংলা, নৌবাহিনী ও পুলিশ এর সমন্বয়ে যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোংলা পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো: সফিকুর রহমান(৭২), বিধান চন্দ্র(৬৬), সাবেক ইউপি সদস্য মো: জাহাঙ্গীর  হেসেন(৪৩) ও মো: ডালিম(৫২)।  এসময় ১টি দুইনলা বিদেশি বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্ম কর্মকর্তা লে কমান্ডার তারেক আহম্মেদ  মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে জানান, অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন