হোম আন্তর্জাতিক এবার কয়েন তৈরি বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

এবার কয়েন তৈরি বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

কর্তৃক Editor
০ মন্তব্য 15 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
এবার কয়েন তৈরি বন্ধের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ট্রেজারি ডিপার্টমেন্টকে নতুন কয়েন না আনার নির্দেশ দিয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাতে নিজের ট্রুথ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে এ কথা জানান ট্রাম্প। তিনি বলেন, আমি আমার মার্কিন ট্রেজারি সেক্রেটারিকে নতুন কয়েন উৎপাদন বন্ধ করার নির্দেশ দিয়েছি। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র কয়েন তৈরি করেছে, এতে আক্ষরিক অর্থে আমাদের ২ সেন্টেরও বেশি খরচ হয়েছে। এটা খুব অপচয়!

অভিবাসন, লিঙ্গ ও বৈচিত্র্য, মেক্সিকো উপসাগরের নাম পর্যন্ত বিভিন্ন ইস্যুতে নির্বাহী আদেশ ও ঘোষণার মাধ্যমে ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে নতুন মার্কিন প্রশাসন। তাদের এই দ্রুত প্রচেষ্টার সর্বশেষ পদক্ষেপ কয়েনের উৎপাদন বন্ধ।

ট্রাম্প যদিও নির্বাচনী প্রচারণার সময় কয়েন বাদ দেওয়ার ইচ্ছা নিয়ে কিছু বলেননি। কিন্তু ইলন মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত মাসে এক্স-এ একটি পোস্টে কয়েনের ব্যয় তুলে ধরে এটি বন্ধের সম্ভাবনা তুলে ধরে।

মুদ্রা তৈরির মার্কিন মিন্ট জানিয়েছে, সেপ্টেম্বরে শেষ হওয়া ২০২৪ অর্থবছরে তাদের কয়েন উৎপাদনে প্রায় ৩২০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন