হোম দেবহাটা দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা বাদল গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা বাদল গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ
দেবহাটা প্রতিনিধিঃ
দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা বাদল গাজীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। উপজেলার সেকেন্দারা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা বাদল গাজী রোববার ৯ ফেব্রুয়ারী সন্ধ্যা ৭টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরন করেন (ইন্নালিল্লাহি,,,,,,, রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৪ বছর। মৃত্যুকালে তিনি ছেলে ১ মেয়েসহ অসংখ্যা আত্নীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল ১০টায় মরহুম বীর মুক্তিযোদ্ধা বাদল গাজীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। এসময় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান, দেবহাটা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জামশেদ আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হীরাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মরহুম বীর মুক্তিযোদ্ধা বাদল গাজীকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন দেবহাটা থানা পুলিশের একদল চৌকস পুলিশ সদস্য। পরে মরহুমকে নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন