হোম খুলনাবাগেরহাট মোংলায় পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

মোংলায় পূবালী ব্যাংকের ইসলামী ব্যাংকিং কর্ণার উদ্বোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 46 ভিউজ

জসিম উদ্দিন, বাগেরহাট:

দেশের অন্যতম শীর্ষ বাণিজ্যিক ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি গ্রাহকদের ইসলামী ব্যাংকিং সেবার চাহিদার কথা বিবেচনা করে দেশে ‘ইসলামিক কর্নার’ স্থাপনের কার্যক্রম চালু করেছে। এসব কর্নারের মাধ্যমে গ্রাহকরা সহজেই ইসলামী ব্যাংকিংয়ের সব সেবা গ্রহণ করতে পারবেন।

এই ধারাবাহিকতায় রবিবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় মোংলা পৌর শহরের মাদ্রাসা রোডে অবস্থিত পূবালী ব্যাংক শাখায় দোয়া অনুষ্ঠান ও ফিটা কেটে আনুষ্ঠানিকভাবে একটি নান্দনিক ও গ্রাহকবান্ধব ‘ইসলামিক কর্নার’ উদ্বোধন করা হয়।

সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে ফিতা কেটে পূবালী ব্যাংক মোংলা শাখার অভ্যন্তরে ইসলামী কর্ণার এর উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মো. শামছুদ্দোহা।

প্রধান অতিথি বলেন, ইসলামী ব্যাংকিং সেবা ব্যবস্থার গুরুত্ব ও গ্রাহকদের সময়োপযোগী চাহিদার কথা বিবেচনায় এনে পূবালী ব্যাংক পিএলসি মোংলা শাখায় ইসলামী কর্ণারের উদ্বোধন করা হয়েছে। সারাদেশে পূবালী ব্যাংকের শাখাগুলো ইসলামিক কর্ণারের মাধ্যমে শরীয়াভিত্তিক ও হালাল ব্যাংকিং সেবা প্রদান করছে। এই ইসলামিক কর্ণারের আওতায় সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আলাদা থাকবে, যাতে সুদভিত্তিক ব্যাংকিং সেবার সঙ্গে এ সেবা মিশ্রিত না হয়। পূবালী ব্যাংক ইসলামী কর্ণারের মাধ্যমে গ্রাহকরা শরিয়াহভিত্তিক অর্থনৈতিক সেবা লাভ করবেন। গ্রাহকরা হালাল অর্থনৈতিক লেনদেন করতে পারবেন। সব শ্রেণির মানুষ স্বাচ্ছন্দে এই সেবা গ্রহণ করতে পারবে।

এ সময় পূবালী ব্যাংক মোংলা শাখা ব্যবস্থাপক মো: নূরুল আমিন, শিক্ষক, সাংবাদিক, মসজিদের ইমাম, ব্যবসায়ীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন