বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেতা সোনু সুদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ভারতের পাঞ্জাবের লুধিয়ানার এক আদালত। একটি আর্থিক দুর্নীতি মামলায় তাঁর নাম জড়িয়েছে।
সম্প্রতি লুধিয়ানা আদালতে একটি মামলা দায়ের হয়। যেখানে রাজেশ খান্না নামের এক আইনজীবী একটি আর্থিক জালিয়াতির বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন।
জানা গেছে, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়া বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ রুপি বিনিয়োগ করতে বলেন। সেই মামলায় সোনুকে আদালতে সাক্ষী দেওয়ার জন্য তলব করা হয়েছিল। কিন্তু তিনি আদালতে হাজিরা দিতে যাননি। পরে বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তবে এই গ্রেপ্তারি পরোয়ানা জারির কিছুক্ষণের মধ্যেই নিজের অবস্থান তুলে ধরে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনু। তিনি স্পষ্টভাবে জানান যে, এই মামলার সঙ্গে তাঁর কোনো সম্পর্ক বা সংযোগ নেই। ইতিমধ্যে আইনজীবীর মাধ্যমে যা করণীয়, করা হয়েছে।
এ ছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি আরেকটি বিবৃতি দিবেন বলে জানিয়েছেন অভিনেতা। এ-ও স্পষ্ট করেছেন যে, এই বিনিয়োগের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। কোনোভাবে যুক্তও নন।
সোনুর মতে, ‘অপ্রয়োজনীয়’ কারণে, শুধু সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য এটি করা হয়েছে। তিনি বলেন, ‘এটা দুঃখজনক যে সেলিব্রিটিরা সফট টার্গেটে পরিণত হয়েছে, আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব।’
তবে গ্রেপ্তার হতে পারেন—এই খবরে উদ্বেগে রয়েছেন অভিনেতার অনুরাগীরা। করোনা মহামারির সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। কেউ কেউ তাঁকে ‘গরিবের মসিয়ে’ বলেও ডাকেন।
সূত্র: ফ্রি প্রেস জার্নাল