হোম আন্তর্জাতিক ‘গাজা ছাড়া হবে ফিলিস্তিনিরা’, ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

‘গাজা ছাড়া হবে ফিলিস্তিনিরা’, ইসরায়েলি বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 12 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা পুরোপুরি খালি করার পরিকল্পনার কথা গত মাসে বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর চলতি মাসে ট্রাম্প গাজা দখল করার জানান। এবার গাজা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের ‘স্বেচ্ছায়’ অন্য দেশে চলে যাওয়ার বিষয়ে প্রস্তুতি গ্রহণ করতে ইসরায়েলের সেনাদের নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) কাৎজ জানান, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়া নিয়ে একটি পরিকল্পনা তৈরি করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি।

ইসরায়েলি মন্ত্রী বলেন, গাজা থেকে সেখানকার বাসিন্দাদের স্বেচ্ছায় চলে যাওয়ার বিষয়টি কার্যকর করার জন্য পরিকল্পনা তৈরি করতে আইডিএফকে (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী) আমি নির্দেশ দিয়েছি। তাদের নিতে রাজি, এমন যেকোনো দেশে তারা (গাজার বাসিন্দারা) চলে যেতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কাৎজ লিখেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টের সাহসী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এটি গাজাকে দীর্ঘ মেয়াদে পুনর্নিমাণ ও হামাসমুক্ত করতে সাহায্য করবে।

এর আগে গতকাল নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেন, যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখণ্ড যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে।

ট্রাম্পের এসব পরিকল্পনার প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নেয়ানিয়াহু সরাসরি ট্রাম্পের গাজা নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে কিছু বলেননি। তবে গাজা থেকে ফিলিস্তিনিদের সরানোর পরিকল্পনার সমর্থন জানিয়েছেন।

নেতানিয়াহু বলেছেন, আমি বোঝাতে চাচ্ছি ওই পরিকল্পনায় কি সমস্যা? তারা (ফিলিস্তিনি) গাজা থেকে সরে যেতে পারে, তারা ফিরেও আসতে পারে। কিন্তু গাজাকে পুননির্মাণ করতে হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন