যশোর প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্ত থেকে মাদক দ্রব্যসহ অর্ধ কোটি টাকার চোরাচালানী পণ্যসহ সাতজনকে আটক করেছে বিজিবি সদস্যরা। আজ বৃহস্পতিবার সীমান্তের এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক দ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়।
বৃহষ্পতিবার যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, বিজিবি সদস্যরা বেনাপোল আইসিপি, আমড়াখালী চেকপোস্ট, রঘুনাথপুর, ধান্যখোলা, শিকারপুর ও কাশিপুর সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সাতজন আসামিসহ ৪৯ লাখ ৪৯ হাজার ৫৫০ টাকা মূল্যের ভারতীয় ফেনসিডিল, বিদেশী মদ, বিয়ার, নেশা জাতীয় ঔষধ ও মাদক জব্দ করা হয়। এসময় মাদতক বহনকারী একটি ইজিবাইক ও দুটি মোটর সাইকেল আটক করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট ও শার্শা থানায় মামলা হয়েছে। জব্দকৃত পণ্য বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।
বিজিবি অধিনায়ক আরো জানান, মাদক চোরাকারবারী কর্তৃক অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। দেশের তরুণ-যুব সমাজকে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার উদ্যেগ এই অভিযান অব্যাহ থাকবে বলে জানান তিনি।