হোম অন্যান্যসারাদেশ সাতক্ষীরার তালার মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন

সাতক্ষীরার তালার মৎস্য ঘেরে বিষ প্রয়োগে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন

কর্তৃক
০ মন্তব্য 79 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :
সাতক্ষীরার তালা উপজেলায় নলতা বিলের একটি মৎস্য ঘেরে র্দূবৃত্তরা বিষ প্রয়োগ করে ৩০ লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। বিষ প্রয়োগের ফলে মঙ্গলবার সকালে মৎস্য ঘেরের বাগদা, রুই, কাতলা, সিলবারকাপসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য মাছ মরে ভেসে উঠেছে।

এতে ঘের মালিকের প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এঘটনা জানার পর উপজেলা পরষিদ চেয়ারম্যান, তালা থানা ওসি ও মৎস্য অধিদপ্তররে র্কমর্কতারা ঘটনা স্থল পরর্দিশন করছেনে।

ঘের মালিক উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম. গোলাম রসুল জানান, র্কমচারীরা ঈদরে ছুটিতে থাকায় তিনি পাশ্ববর্তী আরেকটি ঘেরে ছিলেন। ভোর রাত সাড়ে তিনটার দিকে দূর্বৃত্তরা তার ৯০ বিঘা ওই ঘেরে বিষ প্রয়োগ করে।

পরে সকালে অসংখ্য মরা মাছ ভেসে ওঠে। এতে তার প্রায় ৩০ লক্ষাধিক টাকার মাছের ক্ষতি হয়েছে বলে তিনি আরো জানান।
তালা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী রাসেল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দোষ দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন