নড়াইল প্রতিনিধি:
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে মার্চ ফর জাস্টিস র্যালি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় কলেজ ক্যাম্পাসে ভিক্টোরিয়া কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে– ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসন আমলে শিক্ষা প্রতিষ্ঠান সমুহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংগঠিত সন্ত্রাসী সকল কর্মকান্ডের সন্ত্রাসীদের বিচার ও যথাযথ সাজা নিশ্চিত করার দাবীতে এবং জুলাই আগষ্টের ছাত্র জনতার অভ্যুথানে ফ্যাসিবাদের দোসর হিসাবে ভুমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহনের দাবীতে এই র্যালি ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনি, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার সভাপতি আরিফ হাসান, সাধারন সম্পাদক মাহমুদুল হক তনু সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।